NEWS DETAILS PAGE

News Title

গ্লোবাল ইসলামী ব্যাংকের সাথে সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড প্রতিনিধিদলের মতবিনিময়

News Details

গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেডের সাথে সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের প্রতিনিধিদলের মতবিনিময় সভা ২১ আগস্ট ২০২২ রবিবার গ্লোবাল ইসলামী ব্যাংকের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। গ্লোবাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ গোলাম সারওয়ার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব সামি করিম ও শরীয়াহ্ সেক্রেটারিয়েট প্রধান জনাব মোহাম্মদ জাকারিয়া মোমেন। সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড প্রতিনিধি দলে ছিলেন- বোর্ডের নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব মুঃ ফরীদ উদ্দীন আহমাদ, ফিক্বহ্ কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী ও বোর্ড সচিবালয়ের ইনচার্জ (প্রশাসন) জনাব সৈয়দ সাখাওয়াতুল ইসলাম। মতবিনিময় শেষে সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের অন্যতম সদস্যপ্রতিষ্ঠান গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত-কে বোর্ডের পক্ষ থেকে বিভিন্ন প্রকাশনা প্রদান করা হয়। এ সময়ে ইসলামী ব্যাংকিং-এ রূপান্তর পরবর্তী পরিচালনাসহ বিভিন্ন টেকনিক্যাল সমস্যা ও তার সমাধান বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

Published : 23-08-2022 , 09:35 am