Recent Activity Details



Title

42nd General Meeting of Central Shariah Board held

Details

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ-এর ৪২তম সাধারণ অধিবেশন ২২ মার্চ ২০২২ মঙ্গলবার বিকাল ৫:০০ টায় হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনাল লিমিটেড-এর জলসাঘর  হলরুমে অনুষ্ঠিত হয়। বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার অধিবেশনে সভাপতিত্ব করেন এবং সেক্রেটারি জেনারেল জনাব মোঃ আবদুল্লাহ শরীফ এটি পরিচালনা করেন। সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের ভাইস-চেয়ারম্যান মাওলানা এম শামাউন আলী, ফিক্বহ্ কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী, নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব মুঃ ফরীদ উদ্দীন আহমাদসহ অন্য সদস্যবৃন্দ ওই অধিবেশনে উপস্থিত ছিলেন।

অধিবেশনের শুরুতেই সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের উপদেষ্টা জনাব শাহ আব্দুল হান্নান এবং সাবেক ভাইস চেয়ারম্যান প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন-এর মৃত্যুসংবাদ সম্পর্কে অবহিত করা হলে উপস্থিত সদস্যগণ উভয়ের জীবন, কর্ম এবং ইসলামী অর্থব্যবস্থা বাস্তবায়নে তাঁদের অনবদ্য অবদান স্মরণ করে তাঁদের জন্য মাগফিরাত ও জান্নাতে উচ্চমর্যাদা কামনা করে দুআ করেন।  

অধিবেশনে ব্যাংকিং কার্যক্রমের সকল ক্ষেত্রে যথাযথভাবে শরীয়াহ্ পরিপালনের ওপর গুরুত্বারোপ করা হয়। অধিবেশনে উপস্থিত সদস্যবৃন্দ সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচিতে সন্তোষ প্রকাশ করেন এবং এসব কর্মসূচির পরিধি আরো বিস্তৃত করার পরামর্শ দেন। অধিবেশনে সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের ২০২২ সালের বার্ষিক কর্মপরিকল্পনা, বার্ষিক আয়-ব্যয় বাজেট ও বার্ষিক আয়-ব্যয়ের হিসাব বিবরণী তথা ব্যালেন্স শিট ও অডিট রিপোর্ট চূড়ান্তভাবে অনুমোদিত হয়।  

এ ছাড়াও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও বাহরাইনভিত্তিক অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস (অঅঙওঋও) প্রবর্তিত সার্টিফাইড ইসলামিক প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট ও সার্টিফাইড শরীয়াহ্ অ্যাডভাইজার অ্যান্ড অডিটর  এবং সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড প্রবর্তিত সার্টিফিকেট কোর্স অন ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স কোর্সের ফলাফল সম্পর্কে বোর্ডের সদস্যগণ অবহিত হন এবং সন্তোষ প্রকাশ করেন।  

অধিবেশনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, ইউনিয়ন ব্যাংক লিমিটেড, আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড, এবি ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, দি সিটি ব্যাংক লিমিটেড, দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্যাংক আল-ফালাহ লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড,  ব্যাংক এশিয়া লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, ট্রাষ্ট ব্যাংক লিমিডেট, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক লিমিটেড, গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড ও ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডসহ ২৬টি সদস্যপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, শরীয়াহ্ সুপারভাইজরি কমিটি/কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যসচিব/সচিবগণ, পর্যবেক্ষক সদস্য হিসেবে ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের প্রতিনিধি এবং সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের গবেষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।